তিন ফর্ম্যাটের ক্রিকেটেই শীর্ষে পৌছবার হাতছানি কোহলির

Spread the love

সদ্য শেষ হওয়া ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে জয়লাভ করে অধিনায়ক হিসাবে টানা ন’টি টেস্ট সিরিজ জয়ের রেকর্ড করেন বিরাট কোহলি। এই সিরিজে কোহলি পর পর তিনটি ম্যাচে শতরান করেন। যার মধ্যে আছে দুটি দ্বি-শতরান। এই সিরিজে তিনি ম্যান অব দ্য সিরিজও হন। অর্জন করেন অনেক কীর্তি এবং রেকর্ড। সেক্ষত্রে বলা যেতে পারে বিরাট কোহালি ও রেকর্ড, প্রায় পাশাপাশিই চলে। দীর্ঘ দিন খেলবেন বিরাট, এই ফর্ম ধরে রাখতে পারলে সব রেকর্ডকেই তিনি ছাপিয়ে যাবেন তা আশা করা যায়। এই মুহূর্তে নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহালি।
সামনেই দক্ষিণ আফ্রিকা সফর। তার আগে আপাতত বিশ্রামে তিনি। দেশের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত টেস্ট সিরিজের পর টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে দুনম্বরে পৌঁছে গিয়েছেন বিরাট কোহালি। দক্ষিন আফ্রিকায় ভালো পারফরম্যান্স করলেই শীর্ষে পৌঁছে যাবেন তিনি। আর সেটা হলেই তিন ফর্ম্যাটের ক্রিকেটে একসঙ্গে শীর্ষে থাকবেন। এই কৃতিত্ব একমাত্র রয়েছে প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিংয়ের। বিরাটের সামনে এখন শুধু স্টিভ স্মিথ। দীর্ঘদিন ধরেই টেস্টে ব্যাটিং রাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন তিনি। এই মুহূর্তে স্মিথের থেকে ৪৫ পয়েন্ট পিছনে রয়েছেন কোহলি।
বিরাট যখন ছ’নম্বরে ছিলেন তখন এই ভারত-শ্রীলঙ্কা সিরিজ শুরু হয়েছিল। সিরিজ শেষে ডেভিড ওয়ার্নার, চেতেশ্বর পূজারা, কেন উইলিয়ামসন আর জো রুটকে সরিয়ে তিনি চলে এলেন দ্বিতীয় স্থানে। এই মুহূর্তে ওয়ান ডে ও টি২০তে এক নম্বরে আছেন বিরাট। যে ভাবে তিনি খেলছেন সেই ফর্ম ধরে রাখতে পারলেই তিন ফর্ম্যাটের ক্রিকেটেই খুব তাড়াতাড়ি শীর্ষস্থানে পৌঁছে যাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*