উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সোমবার তাঁর হৃদয়ে একটি স্টেন্ট বসানো হয়েছে। কয়েকদিন পরে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। হৃদরোগে আক্রান্ত উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে রবিবার নিয়ে আসা হয়েছিল SSKM হাসপাতালে। হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ICU-তে তাঁর চিকিৎসা চলছে। সোমবার সকালে তাঁর হৃদয়ে একটি স্টেন্ট বসানো হয়।
ডাক্তার সরোজ মণ্ডলের অধীনে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে ভরতি করানো হয়েছে। মন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে ডাক্তার সরোজ মণ্ডল বলেন, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিলো। বর্তমানে অবস্থা স্থিতিশীল বলা যায়। দীর্ঘদিনের ডায়াবেটিস রয়েছে। হার্টের একটি আর্টারি ব্লক ছিল। হার্টে ৬০-৭০ শতাংশ রক্ত সাপ্লাই এই আর্টারির মাধ্যমে হয়। স্টেন্ট বসানো হয়েছে। এখন ঠিক আছেন। তিনি আরও বলেন, আশা করছি, হাসপাতাল থেকে ছুটি দিতে এখনও ৫-৭ দিন সময় লাগবে।
মন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে সোমবার SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্র বলেন, মেন আর্টারিতে ব্লক ছিল। স্টেন্ট বসিয়ে তা খুলে দেওয়া হয়েছে। সাকসেসফুল হয়েছে। তিনি আরও বলেন, ওনাকে কয়েকদিন হাসপাতালে রাখা হবে। তারপরে স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন। ২০ বছর ধরে রবীন্দ্রনাথ ঘোষের ডায়াবেটিস রয়েছে। নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস।
পাশাপাশি রঘুনাথবাবু জানিয়েছেন, ডায়াবেটিস থাকলে তার জন্য অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। ডায়াবেটিসের জন্য কিডনির সমস্যাও দেখা দিয়েছিলো। ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি কিডনিকে রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হবে।
Be the first to comment