বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১৪ জনের। আহত ১৮ জন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাটি রাজস্থানের বিকানেরের শ্রী দুঙ্গারগড় সংলগ্ন ১১ নম্বর জাতীয় সড়কের।
জানা গিয়েছে, সোমবার সকালে বাসটি বিকানের থেকে জয়পুরের দিকে আসছিল। সেই সময় শ্রী দুঙ্গারগড় সংলগ্ন ১১ নম্বর জাতীয় সড়কের কাছে উলটোদিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে। উলটে যায় বাসটি। বাসের সামনের অংশটিও দুমড়ে মুচড়ে যায়।
এই দুর্ঘটনায় কয়েকজন যাত্রী বাসে আটকে যায়। তাদের উদ্ধারে স্থানীয়রা এগিয়ে আসে। কিন্তু দুর্ঘটনার পর বাসে আগুন লেগে যাওয়ায় উদ্ধারকাজে সমস্যা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে উদ্ধারকাজে হাত লাগায়। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে ১০ জনের মৃত্যু দুর্ঘটনাস্থানেই হয়েছে। বাকি চারজন হাসপাতালে মারা গেছে। পুলিশের অনুমান, কুয়াশা ও বাসের বেশি গতি থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাস্থল থেকে বাস ও লরিটি সরানোর কাজ শুরু হয়েছে।
Be the first to comment