রাজভবন অভিযান ঘিরে যুব কংগ্রেসের কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রদেশ কংগ্রেসের সদর কার্যালয় বিধানভবনে হামলার প্রতিবাদে সোমবার রাজভবন অভিযান করে যুব কংগ্রেস।
আজ দুপুরে রাজভবনের গেটে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেসের শতাধিক সমর্থক। তাদের দাবি, বিধানভবনে হামলায় অভিযুক্ত বিজেপির যুব মোর্চার কর্মীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় যুব কংগ্রেস কর্মীদের। ঘটনায় ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রদেশ কংগ্রেস ভবনে বিজেপির যুব মোর্চার হামলার প্রতিবাদে রাজ্যপালের কী ভূমিকা হওয়া উচিত, তা নিয়েও সরব হয় যুব কংগ্রেস কর্মীরা। তাদের অভিযোগ, বিজেপির গুন্ডারা তাদের সদর দপ্তরে হামলা চালিয়েছে। কিন্তু পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
যুব কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যপাল, পুলিশ প্রশাসন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। গতকালের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানানো হয়েছে।
পুলিশ যুব কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করে লালবাজার নিয়ে গেছে।
Be the first to comment