উপনির্বাচনের প্রস্তুতিতে ভিডিয়ো কনফারেন্স, সম্ভবত সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী

Spread the love

উপনির্বাচন হতে হবে অবাধ। কোনও রকম অশান্তি উপনির্বাচনে বরদাস্ত করা হবে না। সোমবার পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও উত্তর দিনাজপুরের জেলা প্রশাসনকে একথা স্পষ্টভাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন। পাশাপাশি নেওয়া হল নির্বাচনের প্রস্তুতির খতিয়ান।

আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ভিডিয়ো কনফারেন্স হয়। কনফারেন্সে ছিলেন রাজ্যের ADG আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং ও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকরা। কালিয়াগঞ্জ, করিমগঞ্জ ও খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে ২৫ নভেম্বর উপনির্বাচন। এজন্য উত্তর দিনাজপুর, নদিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলার নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারদের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক ভিডিয়ো কনফারেন্স করেন। নির্বাচন প্রস্তুতি কেমন হয়েছে তা জানতে চান।

পাশাপাশি বুথগুলির অবস্থা কী, ভোটকর্মীদের সব ধরনের ট্রেনিং হয়ে গেছে কি না, অ্যাপ ঠিকমত কাজ করছে কি না, সেই সব বিষয়েও জানতে চান মুখ্য নির্বাচনী আধিকারিক। জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এমনি ব্যক্তিদের গ্রেপ্তারের উপর জোর দেওয়া হয়। সূত্র জানাচ্ছে, তিন বিধানসভা এলাকায় কয়েকশো ব্য়ক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস। কমিশন চাইছে সংখ্যাটা পারলে শূন্যে নামিয়ে আনতে।

তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ১৫ কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে বলে আগেই জানিয়েছিল কমিশন। এই হিসেবে সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হচ্ছে না। সে ক্ষেত্রে বুথগুলির নিরাপত্তায় কী কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে কথা হয়েছে ভিডিয়ো কনফারেন্সে। এছাড়া ঠিক হয়েছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী এবং লাঠিধারী পুলিশও থাকবে বুথে। কনফারেন্সে আজ পুলিশ সুপারদের বলা হয়েছে, নির্বাচনে নিরাপত্তায় নির্দিষ্ট পরিকল্পনা করতে। কোনও অশান্তি বরদাস্ত করা হবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*