দেশের ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর ঘোষণা করলেন যুব মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে যারা সোনা জিতেছেন তাদের প্রত্যেককে ৬.৭ লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে। কয়েক সপ্তাহ আগেই ভারতের যুব মহিলারা গৌহাটিতে যুব মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে বিভিন্ন ক্যাটেগরিতে ৫টি সোনা ও ২টি ব্রোঞ্জ পদক জয়লাভ করেন। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া(BFI) এর একটি অনুষ্ঠানে রাঠোর যুব মহিলা খেলোয়াড়দের উৎসাহ দিয়ে জানান, মেয়েরা তাদের পুরোনো ধারণাকে ফেলে দিয়ে বিভিন্ন খেলাতে অংশগ্রহণ করছে। তিনি আরও বলেন, আমি জানি তোমরা অনেক সমস্যার মুখোমুখি হয়ে এই খেলায় অংশগ্রহণ করছো। তোমাদের সাফল্য দেশের অনেক মেয়েকে উৎসাহিত করবে এই খেলায় অংশগ্রহণ করার জন্য। অলিম্পিকে সিলভার পদক জয় করা মন্ত্রী রাঠোর জানান, আমাদের ক্রীড়া মন্ত্রণালয় কাজ করছে। প্রত্যেকটি খেলার উন্নতির জন্য সিইও এবং হাই পারফরম্যান্স ম্যানেজার নিয়োগ করা হচ্ছে। এনারা প্রত্যেকটি খেলায় খেলোয়াড়ের উন্নত মানের পারফরম্যান্স হওয়ার জন্য কাজ করে যাবেন।
Be the first to comment