ডেঙ্গিতে আক্রান্ত হয়ে তিন বছরের শিশুর মৃত্যু হলো ৷ তার নাম অহর্ষি ধর ৷ রবিবার রাত সাড়ে ১১ টা নাগাদ পার্কসার্কাসের একটি বেসরকারি হাসপাতালে শিশুটির মৃত্যু হয় ৷ জানা গেছে, ১৩ নভেম্বর থেকে শিশুটির চিকিৎসা চলছিলো ৷ রবিবার থেকে শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটিকে ভেন্টিলেশনে রাখা হয়েছিলো ৷
পরিবার সূত্রে জানা গেছে, অহর্ষির বাড়ি লেকটাউনে। জ্বর হওয়ার পর তার রক্ত পরীক্ষা করানো হয়েছিলো। রক্ত পরীক্ষার রিপোর্টে ডেঙ্গি ধরা পড়ে। এরপর তাকে পার্কসার্কাসের বেসরকারি শিশু হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো। হাসপাতালের চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি বলেন, গতকাল সকাল থেকে অহর্ষির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তার প্লেটলেট কমে যায়। বুক, ফুসফুস, পেটে জল জমে গিয়েছিলো। শ্বাসকষ্টর পাশাপশি রক্তচাপ কমতে থাকে। এই অবস্থায় শিশুটিকে ICU-তে স্থানান্তরিত করা হয়। অনেক চেষ্টা করেও শিশুটির রক্তচাপ বাড়ানো যায়নি। শিশুটিকে ভেন্টিলেশনে রাখা হয়েছিলো।
বেসরকারি এই শিশু হাসপাতালে এখন ডেঙ্গিতে আক্রান্ত ২৫টি শিশুর চিকিৎসা চলছে। তাদের মধ্যে দুটি শিশু ICU-তে রয়েছে। তবে, হাসপাতাল থেকে জানানো হয়েছে, ওই দুটি শিশুর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
Be the first to comment