রাজ্যজুড়ে শীতের আমেজ রয়েছে ইতিমধ্যেই ৷ চলতি সপ্তাহে রাজ্যজুড়ে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এমনটাই। অধিকর্তা গণেশ দাস বলেন, আগামী কয়েকদিন শীতের আমেজ আরও বাড়বে রাজ্যে। তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করবে। আগামী দু’দিনে উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা নামবে ২ থেকে ৩ ডিগ্রী। এর প্রভাবে আমাদের রাজ্যেও তাপমাত্রা কমবে।
বিনা বাধায় উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশ করছে রাজ্যে। এর ফলে তাপমাত্রার পারদ ধীরে ধীরে কমতে থাকবে। ভোরে ও রাতের দিকে শীতের আমেজ আরও বাড়বে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ৷ আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে দার্জিলিঙ, কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসামের উপর একটি ঘূর্ণাবর্ত থাকাতেই বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে হাওয়া অফিস।
কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 20ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘন্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
Be the first to comment