সিয়াচেনের তুষার ধসে বরফ চাপা পড়ে মৃত্যু হল ৬ জনের। সোমবার দুপুরে সিয়াচেনে ১৮০০০ ফুট উচ্চতায় নর্দার্ন গ্লেসিয়ারে ধস নামে। ৮ জওয়ান নিখোঁজ হয়ে যান। এরপর শুরু হয় উদ্ধার কাজ। দীর্ঘক্ষণ ধরে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালানোর পর জানা গিয়েছে, ৪ জওয়ান ও ২ সাধারণ কর্মীর মৃত্যু হয়েছে। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।
সোমবার দুপুর সাড়ে ৩টে নাগাদ এই ঘটনা ঘটেছে। ওইসময় ওই এলাকায় প্যাট্রলিংয়ে নিযুক্ত ছিল সেনা জওয়ানরা। সেইসময়ই ধস নামে। বরফের স্তূপের ভিতর আটকে পড়েন তাঁরা।
Be the first to comment