নিয়ম অনুযায়ী সঠিক রঙের পোশাক পরে আসেনি। তাই খুলে নেওয়া হলো ছাত্রীদের পোশাক। এরকমই অভিযোগ উঠেছে শান্তিনিকেতন থানার অন্তর্গত বেসরকারি একটি ইংরেজি মাধ্যম স্কুলের বিরুদ্ধে।
শান্তিনিকেতনের মকরমপুরের ওই বেসরকারি স্কুলের নিয়ম অনুযায়ী, প্রত্যেক দিন আলাদা আলাদা রঙের ইউনিফর্ম পরতে হয়। এই নিয়ম অনুযায়ী সোমবার যে রঙের ইউনিফর্ম পরার কথা তা পরেনি ক্লাস ওয়ানের কয়েকজন ছাত্রী। অভিযোগ, সেই কারণে স্কুল কর্তৃপক্ষ ওই ছাত্রীদের লেগিন্স খুলে নেয়। শুধু তাই নয়, গতকাল এই অবস্থাতেই ওই ছাত্রীদের ক্লাস করতে হয় বলে অভিযোগ।
ঘটনায় শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেন অভিভাবকরা। মঙ্গলবার এই ঘটনায় স্কুলের সামনে বিক্ষোভও দেখান তাঁরা। এক অভিভাবক বলেন, বিক্ষোভের মুখে পড়ে থানায় ঘটনার কথা স্বীকার করে নিয়ে স্কুলের প্রিন্সিপাল ক্ষমা চান। যদিও স্কুলের সহকারী শিক্ষক মহম্মদ জহর আলি মণ্ডল বলেন, ওই ছাত্রীরা নিয়মমাফিক পোশাক পরে না আসায় তাদের মৌখিকভাবে সে সম্পর্কে বলা হয়েছিল। তবে, লেগিন্স খুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।
Be the first to comment