মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দিল্লি, লখনউ সহ উত্তর ভারতের কয়েকটি অঞ্চলে ভূ-কম্পন অনুভূত হয় ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩ ৷ ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল-ভারত সীমান্ত ৷
জানা গিয়েছে, নেপালের দৈলেখ জেলা থেকে ৮৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূ-পৃষ্ঠের ১৪ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল ৷ ভূমিকম্পে আতঙ্কিত হয়ে লোকজন অফিস ও বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে ৷ তবে ভূমিকম্পে দিল্লি সহ অন্যান্য এলাকায় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ৷
উল্লেখ্য, চলতি বছরে ২৪ সেপ্টেম্বর দিল্লি সহ সংলগ্ন এলাকায় ভূ-কম্পন অনুভূত হয়েছিলো। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.৩ ৷ জম্মু থেকে ১২৫ কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল ছিল ৷
Be the first to comment