জেলার কৃষকদের বাড়তি পেঁয়াজ এবার কিনবে রাজ্য সরকার ৷ গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠক থেকে মঙ্গলবার জেলার ব্যবসায়ীদের এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জেলার বাড়তি পেঁয়াজ মজুতের বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও করেন তিনি ৷
প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুরে বরাবর ধান,পাট ও গমের ফলন বেশি হলেও গত কয়েক বছরে পেঁয়াজের ফলন বেড়েছে ৷ জেলার চাহিদা পূরণের পাশাপাশি পেঁয়াজ এখন বাইরেও বিক্রি হচ্ছে ৷ তবে ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হচ্ছে পেঁয়াজ মজুত করতে গিয়ে ৷ জেলায় অভাব পর্যাপ্ত হিমঘরের ৷ আজকের বৈঠক থেকে পেঁয়াজ মজুত করার জন্য জেলায় পর্যাপ্ত হিমঘর তৈরির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ৷ প্রয়োজনে জেলার বিভিন্ন কিষাণ মান্ডিগুলিতেও হিমঘর করার ব্যবস্থা করা যেতে পারে বলে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ৷
পাশাপাশি গঙ্গারামপুরে ৩০ একর জমির উপর ইন্ডাস্ট্রিয়াল পার্ক গঠনের কাজ কতদূর এগিয়েছে তার খোঁজ নেন তিনি। সেখানেই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার কথা জানান মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে বিকেল ৩টে নাগাদ মালদার উদ্দেশ্যে রওনা দেন তিনি ৷
Be the first to comment