ছবি সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)
দক্ষিণ দিনাজপুর জেলার রিভিউ মিটিংয়ে এসে মঙ্গলবার জেলার প্রশাসনিক কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জেলায় থমকে আছে ১০০ দিনের কাজ সহ একাধিক প্রকল্প ৷ সমস্যা মেটাতে ৭ দিনের সময়সীমা বেঁধে দিলেন তিনি ৷
গঙ্গারামপুর স্টেডিয়ামে আজ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন জেলাশাসক, বিভিন্ন দপ্তরের সচিব সহ জেলার জনপ্রতিনিধিরা ৷ বৈঠকে ১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন জেলা পরিষদের সভাধিপতিকে ৷ জেলা পরিষদের সভাধিপতি সহ আরও পাঁচ সদস্যের কাজে অসন্তোষ প্রকাশ করেন জেলাশাসকও ৷ এরপরই সমস্যা মেটাতে 7 দিনের সময়সীমা বেঁধে দেন মুখ্যমন্ত্রী ৷
শুধুমাত্র ১০০ দিনের কাজের প্রকল্পই নয়, জেলা প্রশাসনের অন্যান্য কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ৷ স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, বৈতরণি প্রকল্প রূপায়ণে পিছিয়ে রয়েছে জেলা। মুখ্যমন্ত্রী জেলার প্রশাসনিক কাজকর্ম নিয়ে প্রশ্ন করেন সংশ্লিষ্ট আধিকারিকদের ৷ প্রশাসনের কাজের প্রতিটি স্তরে গতি আনার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন তিনি ৷ প্রতি মাসে রিপোর্টও জমা দিতে বলেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি রাজ্য সরকারের নতুন প্রকল্পগুলি নিয়ে আধিকারিকদের যথাযথ প্রশিক্ষণেরও নির্দেশ দেন তিনি।
এছাড়া বৈঠক শুরুর আগে কাশ্মীর থেকে ফিরে আসা জেলার ১১২ জন শ্রমিকের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। আশ্বস্ত করেন এনআরসি নিয়েও ৷ সাফ জানিয়ে দেন, এনআরসি বা নাগরিকত্ব সংশোধনী বিল এখানে (পশ্চিমবঙ্গ) হবে না ৷ যারা বাংলায় থাকেন, সকলেই বাংলার নাগরিক ৷ এখানে কোনও রকম এনআরসি হবে না।
দেখুন আজকের প্রশাসনিক বৈঠকের কিছু মুহূর্ত
Be the first to comment