‘‘জাতীয় সড়কের অবস্থা খুব ভালো, কিছু রাজ্য সড়কও ভালো ৷ কিন্তু বাকি রাজ্য সড়কের অবস্থা খুব খারাপ ৷ আমি সড়ক পথে এসেছি বলে ভালো জানি ৷ যাঁরা হেলিকপ্টারে আসা-যাওয়া করেন, তাঁরা জানেন না ৷” বুধবার কৃষ্ণনগরে একথাই বললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷
বুধবার সড়কপথে মুর্শিদাবাদে যান রাজ্যপাল ৷ তার আগে কৃষ্ণনগরে সার্কিট হাউজ়ে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেন ৷ সেখানেই সাংবাদিকদের সামনে এই কথা বলেন ৷ চলতি মাসের ১৫ তারিখ মুর্শিদাবাদ গেছিলেন রাজ্যপাল ৷ সেবার রাজ্য সরকারের কাছে হেলিকপ্টারের আবেদন করেছিলেন তিনি ৷ কিন্তু, রাজ্যের তরফে তা পাননি ৷ এরপর সড়কপথেই মুর্শিদাবাদ যান ৷
এদিকে আজ ফের সড়কপথে মুর্শিদাবাদ পৌঁছান তিনি ৷ তার আগে কৃষ্ণনগরে সাংবাদিকরা রাজ্যপালের সড়কপথে সফর নিয়ে জানতে চান ৷ তার উত্তরেই রাজ্যপাল বলেন, “যাঁরা হেলিকপ্টারে যাওয়া-আসা করেন তাঁরা রাজ্য সড়কের অবস্থা জানেন না ৷” কেউ কেউ বলছেন, হেলিকপ্টারের প্রসঙ্গ উত্থাপন করে আসলে নাম না করে মুখ্য়মন্ত্রীকে আক্রমণ করেছেন জগদীপ ধনকড় ৷
Be the first to comment