কাশ্মীরের পরিস্থিতি আগের থেকে এখন অনেক ভালো ৷ অবস্থা ক্রমশ স্বাভাবিক হচ্ছে ৷ বুধবার রাজ্য়সভায় বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ শীতকালীন অধিবেশন শুরুর পর থেকে কাশ্মীর ইশুতে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়িয়েছে বিরোধীরা ৷ ফারুক আবদুল্লাকে বন্দী রাখার অভিযোগে সরব হয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি সহ একাধিক নেতা। কাশ্মীরে স্বৈরতন্ত্র চলছে এই অভিযোগে গতকাল লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভও দেখান বিরোধী দলের নেতারা ৷ এই পরিস্থিতিতে কাশ্মীর নিয়ে আজ বক্তব্য পেশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আজ রাজ্যসভায় অমিত শাহ বলেন, কাশ্মীরের পরিস্থিতি আগের থেকে ভালো হচ্ছে। কিছু জায়গায় ১৪৪ ধারা জারি রয়েছে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের রিপোর্টের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে। কাশ্মীরের ইন্টারনেট পরিষবো চালু করার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট পরিষেবার বিষয়টি সেখানকার প্রশাসনের আওতাভুক্ত। কাশ্মীর থেকে এখনও পাকিস্তানিদের কিছু কার্যকলাপের খবর আসছে। তাই এক্ষেত্রে নিরাপত্তার কথা মাথায় রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন যখন জানাবে পরিস্থিতি স্বাভাবিক তখনই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অমিত শাহ আরও বলেন, জম্মু ও কাশ্মীরে পর্যাপ্ত পরিমাণে ওষুধ মজুত আছে। চলমান ওষুধের গাড়িও চালু হয়ে গেছে। প্রশাসন স্বাস্থ্য পরিষেবার দিকে নজর রাখছে। শুধু তাই নয়, দৈনন্দিন জীবনের জন্য নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্য মজুত আছে। কাশ্মীর সংক্রান্ত এসব তথ্য রাজ্যসভায় তুলে ধরার পর অমিত শাহ বিরোধী দলের সাংসদ গুলাম নবি আজাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, “আমি গুলাম নবি আজাদ সাহেবকে চ্যালেঞ্জ করছি। আমি যে তথ্যগুলি পেশ করলাম সেগুলির পাল্টা দিন। আপনি কেন এই তথ্যগুলির বিরোধিতা করছেন না? আমি এখনও এক ঘণ্টা এই ইস্যুতে আলোচনা করতে পারব।
এদিন কী বললেন অমিত শাহ?
শুনুন!
Be the first to comment