কলকাতাঃ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের (কে.এম.সি) অন্তর্গত স্কুলগুলিতে ১০০জন অস্থায়ী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর। অস্থায়ী শিক্ষক নিয়োগের এই পরীক্ষার জন্য ১৮,১৯৮টি আবেদন জমা পড়ে। সেখান থেকে বাছাই করা ১৭,১২৭ জনের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
শুক্রবার মেয়র-ইন-কাউন্সিল(এডুকেশন) এর সদস্য অভিজিত মুখার্জী জানান, লিখিত পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের রোল নাম্বার এস.এম.এস ও ই-মেলের মাধ্যমে ১৬ ডিসেম্বরের মধ্যে জানিয়ে দেওয়া হবে। যারা এই রোল নাম্বার পাবেন না তারা সরাসরি কে.এম.সি’র এডুকেশন ডিপার্টমেন্টে যোগাযোগ করতে পারেন অথবা ই-মেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। পরীক্ষাটি কলকাতার ১৭টি সেন্টারে দুপুর ১২টা থেকে ১.৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার সেন্টারগুলির মধ্যে আছে সাউথ সিটি কলেজ, মৌলানা আজাদ কলেজ, বাসন্তি দেবী কলেজ, বঙ্গবাসী কলেজ, তিরুপতী ইন্সটিটিউশন এবং গুরুদাস কলেজ। পরীক্ষার্থীরা তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন www.kmc.gov.in ওয়েবসাইট থেকে।
Be the first to comment