এবার জেলার দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

দলের বৈঠকে জেলায় সংগঠনের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহ সফরে জেলা তৃণমূলের বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জেলা তৃণমূল সভাপতি মৌসম বেনজির নূরে আস্থা রাখার পাশাপাশি সূত্রের খবর অনুযায়ী, তিনি বলেন, মালদা শুভেন্দু দেখছে। ওঁর অনেক ব্যস্ততা রয়েছে। সেকারনেই এবার থেকে তিনিই সরাসরি মালদহের সংগঠন দেখভাল করবেন বলে জানিয়ে দেন।

উল্লেখ্য, লোকসভা ভোটের আগে কংগ্রেস থেকে তৃণমূলে নাম লিখিয়েছিলেন মৌসম বেনজির নূর। কিন্তু উত্তর মালদহ থেকে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তিনি। ভোটের পরপরই তাঁকে জেলা সভাপতির পদে বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার জেলা সফরে গিয়ে ফের তাঁর ওপরেই আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে মৌসম বেনজির নূরের প্রশংসাও করেন তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন, মৌসম হয়তো অনেকের থেকেই ছোট। কিন্তু সে একবারের বিধায়ক এবং দুবারের সাংসদ। এছাড়াওয জেলা সভাপতি হিসেবে সংগঠন পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

স্থানীয় সূত্রে দাবি, জেলা সভানেত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে অনেকেই মৌসম নূরের নেতৃত্ব মানতে নারাজ। সেই কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেও গিয়েছে। কিন্তু জেলায় যে মৌসমের নেতৃত্বই মানতে হবে, তা বৈঠক ঠেকে স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ বাদ দিয়ে মালদহের সংগঠনের দায়িত্বও ছিল শুভেন্দু অধিকারীর কাঁধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে মালদহের সংগঠনের দায়িত্ব থেকে কার্যত শুভেন্দু অধিকারীকেই সরিয়ে দেওয়া হয়। সূত্রের খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মালদা শুভেন্দু দেখছে। ওঁর অনেক ব্যস্ততা রয়েছে। এবার থেকে তিনিই সরাসরি মালদহের সংগঠন দেখভাল করবেন বলে জানিয়ে দেন।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মালদহ তৃণমূলের মালদহ জেলা কমিটির বৈঠকে কমপক্ষে ৩৫ জন নেতানেত্রী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর। এছাড়াও সমর মুখোপাধ্যায়, নীহার ঘোষ, মোয়াজ্জেম হোসেন, গৌরচন্দ্র মণ্ডল, সাবিনা ইয়াসমিন, বাবলা সরকার, দিপালী বিশ্বাস, অম্লান ভাদুড়ি।

এই বৈঠকে জেলা তৃণমূল আদিবাসী সেলের সভাপতির দায়িত্ব থেকে চুনিয়া মুর্মুকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় সরলা মুর্মুকে। তিনি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি। জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতির পদ থেকে রঞ্জন সিংকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় তাজমুল হোসেনকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*