আজ সাগরদিঘিতে এক জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যখনই মনে দুঃখ পাবেন দিদির কথা ভাববেন, কোনও ভয় নেই দিদি আছে। চিন্তা করবেন না বাংলায় এনআরসি হবে না। বাইরের নেতাদের কথা শুনবেন না।
তিনি আরও বলেন, বাংলায় সভ্যতা সংস্কৃতির আলো জ্বালাতে হবে। আমরা কোনও সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিই না। হায়দ্রাবাদ থেকে যেসব নেতারা এসে বাংলার মানুষদের হয়ে লড়ার কথা বলছেন তারা আসলে বিজেপির দালাল। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে। তাঁদের অধিকারের দাবিতে লড়ে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বুলবুলে ক্ষতিগ্রস্ত মানুষদের সবরকম সাহায্য আমরা করব। শ্রমজীবি মানুষের জন্য শ্রমিক সুরক্ষা আছে বাংলায়। রাজ্যে ৪২% বেকারত্ব কমে গেছে। উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলার মানুষের দীর্ঘদিনের দাবি মত জেলায় একটি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে।
Be the first to comment