নাগরিকত্ব সংশোধনী বিল (CAB)-এর সমর্থন পেতে তৃণমূল কংগ্রেসের সাংসদের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল VHP (বিশ্ব হিন্দু পরিষদ)। সংগঠনের সহ সম্পাদক শচীন্দ্রনাথ সিং জানান, আগামী ২৫ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ‘সাংসদ সম্পর্ক অভিযান’ নামে একটি কর্মসূচি নিয়েছে VHP। সাংসদদের বাসভবনে গিয়ে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করা হবে ৷
নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থন পেতে ইতিমধ্যে দিল্লিতে রাজ্যের ১৮ জন বিজেপি সাংসদকে নিয়ে বিশেষ সমন্বয় বৈঠক হয়েছে। এই বৈঠকের নেতৃত্ব দেন VHP-এর সর্বভারতীয় সহ সম্পাদক শচীন্দ্রনাথ সিং। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। VHP সূত্রে খবর, দল নির্বিশেষে রাজ্যের ৪২ জন সাংসদের কাছেই নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থন চাওয়া হবে অর্থাৎ তৃণমূলের ২২ জন ও কংগ্রেসের ২ জন সাংসদও এই তালিকায় রয়েছেন।
VHP-এর সর্বভারতীয় সহ সম্পাদক শচীন্দ্রনাথ সিং বলেন, দেশজুড়ে রামমন্দির ও নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থনে একাধিক কর্মসূচি গ্রহণ করবো। তার মধ্যে আমরা নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে বাংলার বিজেপি জনপ্রতিনিধিদের কাছে সাহায্য চাইব। আমরা তৃণমূল সাংসদদের বাড়ি বাড়ি গিয়ে এই বিলের সমর্থন আদায়ের চেষ্টা করব।
প্রসঙ্গত, এই বিলের উদ্দেশ্য ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন। ওই আইন অনুযায়ী, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসিসহ অন্য ধর্মাবলম্বীর মানুষরা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে সেদেশ থেকে এলে তাদের ভারতের নাগরকিত্ব দেওয়া হবে ৷ ১৯৫৫ সালের এই নাগরিকত্ব আইনের সংশোধনের দাবি জানানো হয়। সেইমতো চলতি বছরের জানুয়ারিতে লোকসভায় এই বিল পাশ হয়। কিন্তু উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে এই বিলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখা দেওয়ায় ফেব্রুয়ারিতে রাজ্যসভায় বিলটি আর পেশ করা হয়নি।
এই নতুন সংশোধনীতে বলা হয়, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যারা আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে এদেশে এসেছে এবং ছয়মাস এখানে থেকেছে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে ৷
Be the first to comment