কেন্দ্রের বিলগ্নিকরণকে গুরুতর পরিস্থিতি বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ কখনও স্থায়ী সমাধান হতে পারে না।
প্রসঙ্গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারত পেট্রোলিয়াম (বিপিসিএল), কনটেনার কর্পোরেশন (কনকর), শিপিং কর্পোরেশন, নিপকো ও টিহরি জল বিদ্যুৎ উন্নয়ন নিগম (টিএইচডিসিএল)— এই পাঁচটি সংস্থার শেয়ার বিক্রির সিদ্ধান্ত হয়েছে। তিনটি সংস্থার নিয়ন্ত্রণই আর সরকারের হাতে থাকবে না। বাকি দু’টির ক্ষেত্রেও নিয়ন্ত্রণ তুলে দেওয়া হবে অন্য একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার হাতে।
আজ বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকার যে পথে হাঁটছে তাতে সাময়িক ভাল হতে পারে কিন্তু এটা অর্থনীতিকে চাঙ্গা করার স্থায়ী সমাধান নয়। দেশের অর্থনৈতিক অবস্থাকে ‘সিরিয়াস সিচুয়েশন’ বলেন তিনি।
এদিন কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
শুনুন!
Be the first to comment