শীতের আমেজ রাজ্যে ৷ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রার পারদ কমেছে। এই আমেজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। সকালে ও রাতের দিকে অনুভূত হবে শীত। তবে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। এই হালকা শীতের আমেজ থাকবে আগামী বেশ কয়েকদিন।
তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ৷ রাজ্যে বিনা বাধায় উত্তর পশ্চিমের ঠান্ডা হাওয়া প্রবেশ করছে। আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা পারদ কমে ১৪ ডিগ্রিতে পৌঁছেছ।
অন্যদিকে, জম্মু-কাশ্মীরে আজ থেকে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ফলে এর প্রভাবে তাপমাত্রা আরও একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় থাকবে মেঘমুক্ত পরিষ্কার আকাশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
গত ২৪ ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গত ২৪ ঘন্টায় কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
Be the first to comment