সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতেই নতুন করে মাথাচাড়া দিয়েছে এনআরসি বিতর্ক। বুধবারই সংসদে বক্তব্য পেশ করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সারাদেশে এনআরসি হবে বলে জানান। এদিন ভাষণ দেওয়ার সময় তিনি বলনে, অসমের মতো গোটা দেশেই এনআরসি শুরু হবে। দেশের কোনও ধর্মভিত্তিকভাবে এনআরসি হবে না। তাই এনআরসি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
এই বক্তব্যের কিছু পরেই মুর্শিদাবাদে একটি জনসভাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জনসভা থেকে তিনি বলেন, দিল্লিতে বসে বেশ কিছু লোক বদমায়েশি করার চেষ্টা করছে। তাঁদের জেনে রাখা উচিত বাংলায় আমি এনআরসি হতে দেব না। বাংলার খেটে খাওয়া লোকেদের কিছুতেই বাংলাছাড়া হতে দেব না। জনসভা থেকে বুধবার কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী। এর আগেও এনআরসি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বারংবার আক্রমণ শানিয়েছেন তিনি।
গত ৩১ অগাস্ট অসমের নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশ্যে এসেছে। আর তাতে বাদ পড়েছে ১৯ হাজার জনের নাম। এরপর থেকেই এনআরসি ইস্যুতে দেশ জুড়ে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আশ্বাস দিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গে এনআরসি হবে না। এই পরিস্থিতিতে সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, সারা দেশ জুড়ে এনআরসি হবে।
এদিন অমিত শাহ জানিয়েছেন, গোটা দেশের সঙ্গে অসমে আরও একবার এনআরসি হবে। অমিত শাহ দ্বর্থ্য ভাষায় জানিয়ে দিলেন, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ এবং জৈন ধর্মাম্বলী মানুষদের নাগরিকত্ব দিতেই সরকার নাগরিকত্ব সংশোধনী বিল আনতে চলেছে।
অন্যদিকে বিজেপি শাসিত রাজ্য অসমের অর্থমন্ত্রী রাজ্যে এনআরসি ত্রুটিযুক্ত বলে অসমে নতুন করে এনআরসি আনার দাবি জানিয়েছেন। সুপ্রিম কোর্টের কাছে এই সংক্রান্ত বিষয়ে পুনর্বিবেচনার আর্জিও জানিয়েছেন তিনি।
Be the first to comment