জিএসটি সংগ্রহ অত্যন্ত কমে যাওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে বারবার ক্ষোভ জানিয়েছেন বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র। জিএসটি জালিয়াতি রুখতে মোদি সরকার উপযুক্ত পদক্ষেপ নেয়নি। তারই জেরে জিএসটি সংগ্রহ কম হচ্ছে বলে দাবী অমিত মিত্রের।
প্রসঙ্গত এই মর্মে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠিও দিয়েছেন। জিএসটি জালিয়াতি যে হয়েছে, তা রাজ্যসভায় অর্থমন্ত্রক স্বীকার করে নিয়েছে বলে ওই চিঠিতে উল্লেখ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী। তিনি প্রশ্ন তুলেছেন, সরকারই বলছে গত দু’বছরে ৪৪ হাজার ৪৬৬ কোটি টাকার জিএসটি জালিয়াতি হয়েছে। এরপরেও তা আটকাতে কোনও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? দ্রুত এই ব্যাপারে আলোচনা চেয়ে জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকার প্রস্তাব দিয়েছেন তিনি।
Be the first to comment