অবশেষে হাল ছাড়লেন সঙ্গীত পরিচালক অনু মালিক। ২০১৮ সালে হ্যাশট্যাগ মিটু বাণে বিদ্ধ হয়েছিলেন সোনা। সেই ঘটনাই এবছরও মাথা চাড়া দিয়ে উঠেছিল ইন্ডিয়ান আইডল শুরু হতেই। আর তাই শেষমেশ ইন্ডিয়ান আইডল থেকে বিদায় নিলেন অনু মালিক।
প্রসঙ্গত, সোনা মহাপাত্র গত বছর মিটু বাণে বিদ্ধ করেছিলেন সঙ্গীত পরিচালককে। গায়িকা শ্বেতা পণ্ডিত ও নেহা বসিনও তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। তাই গত বছরও ইন্ডিয়ান আইডল থেকে বাদ পড়েছিলেন অনু মালিক। কিন্তু ২০১৯-এ ইন্ডিয়ান আইডলে ফের বিচারকের মঞ্চে বসেন তিনি। আর তার পরেই ফের সরব হন সোনা মহাপাত্র।
অনু মালিক সাফাই দিয়েছিলেন, আমার নিজের দুই মেয়ে থাকায় আমায় যৌন হেনস্থার কথা ভাবতেও পারি না। সোনা দাবি করেছেন, বিচারকের আসনে বসার কোনও যোগ্যতা নেই অনুর। এই শোয়ে বহু অল্প বয়সি ছেলে মেয়েরা আসে। তারা অনু মালিকের থেকে কিছুই শিখতে পারবে না।
তাই দ্বিতীয় বার শো শেষ হওয়ার আগেই অনু মালিকের যাত্রা শেষ হল। তবে অনুর দাবি, ৩ সপ্তাহে নিজের নাম থেকে এই অভিযোগ উঠিয়ে আবার তিনি শোয়ে ফিরে আসবেন।
Be the first to comment