তৈরি নতুন টালা ব্রিজের মডেল, খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা

Spread the love

টালা ব্রিজ ভেঙে নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হতে চলেছে ৷ নতুন ব্রিজ তৈরির প্রস্তাবিত নকশা পৌরনিগমে জমা দিয়েছিল KMDA (কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি) ৷ সেই নকশার উপর ভিত্তি করে পৌরনিগমের তরফে তৈরি করা হয়েছে একটি প্রাথমিক মডেল ৷

কাগজ, পিচবোর্ড ও সুতো দিয়ে তৈরি করা হয়েছে মডেলটি ৷ পৌরনিগমের তরফে জানানো হয়েছে, মডেলটিতে দেখানো ব্রিজের উপরের অংশ দিয়ে যাবে যানবাহন ৷ মাঝের অংশটি ব্রিজটিকে মজবুত করার জন্য রাখা হয়েছে ৷ একদম নিচে স্তম্ভগুলোর মাঝখান দিয়ে বসানো হবে রেল লাইন ৷

বৃহস্পতিবার মডেলটি পৌর কমিশনার খলিল আহমেদকে দেখানো হয় ৷ ব্রিজটি তৈরির দায়িত্বে রয়েছে KMDA, কলকাতা পৌরনিগম ও রেল । ব্রিজের যে অংশটি রেল লাইনের উপর দিয়ে যাবে, সেটি তৈরি করবেন রেলের ইঞ্জিনিয়ররা ৷ ব্রিজের অ্যাপ্রোচ রোড এবং অংশের কাজ করবে KMDA ও পৌরনিগমের ইঞ্জিনিয়ররা ৷

ব্রিজ তৈরিতে টেকনিকাল সাপোর্ট দেবে RITES-এর ইঞ্জিনিয়ররা ৷ ব্রিজের নকশায় কোনও খুঁত আছে কি না, সেই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের মতামত নেবে কলকাতা পৌরনিগম ৷ টালা ব্রিজের নিচ দিয়ে পানীয় জল সরবরাহের পাইপ লাইন গিয়েছে। ব্রিজ তৈরির সময় জলের পাইপগুলি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা খতিয়ে দেখবেন পৌর ইঞ্জিনিয়ররা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*