মাহেন্দ্রক্ষণের অবসান। ক্রিকেটের স্বর্গোদ্যানে দেশের মাটিতে বহু প্রতীক্ষিত পিঙ্ক বল টেস্টের শুভ সূচনা হয়ে গেল নির্দিষ্ট সময়েই। পরিকল্পনামতোই বেল বাজিয়ে ক্রিকেটের নন্দনকাননে ঐতিহাসিক টেস্টের সূচনা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তদারকিতে এগিয়ে এলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
পাশাপাশি মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে ইডেনে হাজির প্রাক্তন ভারতীয় দলের টেস্ট অধিনায়ক ও বাংলাদেশের বিরুদ্ধে ২০০০ খেলা প্রথম টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্যরা। হাজির সেই ম্যাচে বাংলাদেশের হয়ে খেলা ক্রিকেটাররাও। একইসঙ্গে ইডেনে উজ্জ্বল উপস্থিতি অন্যান্য ক্রীড়াজগতের নক্ষত্রদেরও। একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা।
অতিথি ক্রিকেটার হিসেবে হাজির সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ, সদগোপন রমেশ, সাবা করিম, সুনীল যোশী, অজিত আগরকর, ভেঙ্কটেশ প্রসাদ, কপিল দেব, দিলীপ বেঙ্কসরকর, মহম্মদ আজহারউদ্দিন, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, ফারুখ ইঞ্জিনিয়ার, চাঁদু বোরদে।
অন্যান্য ক্রীড়াজগতের তারকাদের মধ্যে উপস্থিত পুলেল্লা গোপিচাঁদ (ব্যাডমিন্টন), পিভি সিন্ধু (ব্যাডমিন্টন), অভিনব বিন্দ্রা (শুটিং), সানিয়া মির্জা (টেনিস), মেরি কম (বক্সিং)।
অতিথি হিসেবে হাজির এএম নইমুর রহমান, মহম্মদ মাহমুদুল হাসান, মহরব হোসেন, মহম্মদ হাসিবুল হুসেন, শাহরিয়র হোসেন বিদ্যুত, কাজি হাবিবুল বাশার, মহম্মদ আক্রম খান প্রমুখ প্রাক্তন বাংলাদেশ ক্রিকেটারেরা।
উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, মেয়র পারিষদ দেবাশিস কুমার সহ বিশিষ্টরা। এদিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ইডেনে আসেন অভিনেত্রী রানি মুখার্জিও।
এছাড়া পিঙ্ক টেস্টের প্রথমদিনের অন্যতম আকর্ষণ ৩টের সময় সাপার ব্রেকে চ্যাট শো টিম ইন্ডিয়ার ফ্যাব-ফাইভ সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ ও অনিল কুম্বলের।
দেখুন ছবি-
পাশাপাশি এদিন ইডেনে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকে অভিভূত মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনের খেলার পর সোশ্যাল মিডিয়ায় বিশেষ কিছু মুহূর্তের ছবি সবার সঙ্গে ভাগ করে নিলেন।
দেখুন!
Be the first to comment