কলকাতাই পারে এমন রাজকীয় আয়োজন করতেঃ সচিন তেন্ডুলকর

Spread the love

গোলাপি জ্বরে আচ্ছন্ন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ইতিহাসের সাক্ষী থাকতে ক্রিকেটের নন্দন কাননে চাঁদের হাট। ভারত ও বাংলাদেশ দুই দলের প্রথম দিন-রাতের টেস্ট দেখতে ইডেনে হাজির প্রাক্তন ভারত অধিনায়করা। এছাড়াও ইডেনে এসেছেন ভারতীয় ক্রীড়া জগতের উজ্জ্বল নক্ষত্ররা।

কলকাতায় এসেই প্রথম দিন-রাতের টেস্ট নিয়ে নিজের আবেগ ব্যক্ত করেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। তিনি বলেন, কলকাতায় এসে আমি সত্যিই রোমাঞ্চিত। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একটা নতুন পাতা যুক্ত হতে চলেছে। এটাই প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ। সৌরভ আর ওর টিমের বাকি সকলের প্রচেষ্টায় আজ এটা সম্ভব হয়েছে। আমার মনে হয় দলগত প্রচেষ্টা ছাড়া এই আয়োজন সম্ভব নয়।

তিনি আরও বলেন , ভারতীয় দর্শকদের কাছে এটা একটা নতুন উপহার। আমি নিশ্চিত ভারতীয় দর্শকরা এই টেস্টের প্রতিটা মুহূর্ত খুব উপভোগ করবে। সর্বোপরি কলকাতার একটা আলাদা ঐতিহ্য আছে। কলকাতা এই ধরনের ঐতিহাসিক আয়োজনের জন্যই বিখ্যাত। এই ধরনের রাজকীয় আয়োজন কলকাতাতেই সম্ভব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*