তাঁর ‘অসুস্থতা’ নিয়ে নানা গুজবে কান না দেওয়ার পরামর্শ দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। তিনি বলেন , আমার অসুস্থতা নিয়ে গুজব উঠেছিলো। শিল্পীদের নামে এরকম গুজব ওঠে। এসব গুজবে কান দেবেন না।
বুলবুল নিয়ে বসিরহাটের সাংসদ বলেন, আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করেছেন। বুলবুলে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছেন। আমি দুর্গত এলাকায় যাই বা না যাই, আমাদের নেত্রী গিয়েছেন। যেখানে তিনি নিজে সব বিষয়ে তদারকি করছেন সেখানে আমাদের কোনও চিন্তা নেই। সব সময় যে ক্যামেরার সামনে থেকে কাজ করতে হবে তা নয় ৷ আমরা অনেক সময় ক্যামেরার পিছনেও কাজ করি।
বিধ্বংসী ঘূর্ণিঝড় বুলবুলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বসিরহাট লোকসভা এলাকায়। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটের দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। কিন্তু দেখা যায়নি সাংসদ নুসরত জাহানকে। অবশেষে বুলবুলের ১২ দিন পরে বসিরহাটে পা রাখলেন নায়িকা।
বসিরহাটের পুলিশ সুপার কঙ্করপ্রসাদ বারুইয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপর সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, আমি আসতে পারিনি ঠিকই, কিন্তু আসল কাজটা করেছি। দুর্গত পরিবারগুলো যাতে সাহায্য পায়, সে জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করেছি। এরপর তিনি তাঁর দলেরই বসিরহাটের প্রাক্তন সাংসদ ইদ্রিশ আলিকে কাঠগড়ায় তুলে বলেন, আমি ভোটে জেতার পর যতবার বসিরহাটে এসেছি, আমার আগের সাংসদ ততবার আসেননি।
Be the first to comment