গুজরাটে নির্বিঘ্নেই চলছে প্রথম দফার ভোট, বেলা ১২টা পর্যন্ত ভোটদানের হার ৩১ শতাংশ

Spread the love

শনিবার শুরু হয়ে গেল গুজরাট বিধানসভা ভোট। আজ প্রথম পর্যায়ে ৮৯টি আসনের জন্য লড়ছেন ৯৭৭ জন প্রার্থী। ভোট হচ্ছে সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাটের ১৯টি জেলায়। সকাল থেকেই বুথ গুলির সামনে লম্বা লাইন চোখে পড়েছে। প্রসঙ্গত, ২০১৯ লোকসভা ভোটের আগে এটাই সেমি-ফাইনাল। প্রধান প্রতিদ্বন্দ্বিতা মোদী বনাম রাহুলের।

বিজেপির মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও রয়েছেন এঁদের মধ্যে। রাজকোট পশ্চিমে তাঁর বিরুদ্ধে কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী ইন্দ্রনীল রাজগুরু। সকাল সকাল নিজের কেন্দ্রে ভোট দেওয়ার পর অবশ্য রূপানি অত্যন্ত আত্মবিশ্বাসী। তিনি বলেন, রাজ্যে যে কাজ হয়েছে তার নিরিখেই মানুষ নিজেদের মত জানাবেন। তাই এখানে চ্যালেঞ্জের কোনও প্রশ্নই নেই।

উল্লেখ্য, ২০১২-র ভোটে এই ৮৯টি আসনের মধ্যে ৬৩টিই গিয়েছিল বিজেপির ঝুলিতে। কংগ্রেসের আশা, এবার বদলাতে পারে তাদের ভাগ্য।

দলের সহ সভাপতি রাহুল গান্ধী টুইট করে ভোটারদের দলে দলে ভোটাধিকার প্রয়োগ করতে অনুরোধ করেছেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজ সকালে টুইট করে ভোটারদের অংশ নিতে অনুরোধ করেছেন গণতন্ত্রের এই উৎসবে।

সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট, শেষ হবে বিকেল ৫ টায়। বেলা ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩১ শতাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*