শেখ হাসিনার সঙ্গে ঘরোয়া আলোচনা হয়েছে; জানালেন মু্খ্যমন্ত্রী

Spread the love

ছবি- (এএনআই)

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে সেই দিকেই নজর ছিল রাজনৈতিক মহলের। কিন্তু এদিনের বৈঠককে শুধুই ঘরোয়া আলোচনা বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। তবে সৌজন্য সাক্ষাৎ বললেও সূত্রের খবর, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠকে উঠেছে তিস্তা প্রসঙ্গ।

শুক্রবার ইডেন গার্ডেনে ভারত-বাংলাদেশ পিঙ্ক বল টেস্ট ম্যাচ দেখতে শহরে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয় তাঁর। তিস্তা জল বণ্টন চুক্তি থেকে শুরু করে অনুপ্রবেশ ও NRC সহ একাধিক দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হয়। কিন্তু বৈঠক শেষে এ ব্যাপারে মুখ খুললেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বললেন, খুব ভালো লাগলো কথা বলে। ওঁকে আমি আবারও আসতে বলেছি। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক যেন এমনই বন্ধুত্বপূর্ণ, সৌহার্দপূর্ণ থাকে এই নিয়েই আলোচনা হয়েছে।

সূত্রের খবর, আলোচনা নিয়ে সন্তুষ্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী। এদিন হাসিনাকে স্বর্ণচরী শাড়ি ও মিষ্টি উপহার দেন মুখ্যমন্ত্রী। মমতাকেও জামদানি শাড়ি ও মিষ্টি উপহার দেন হাসিনা। গোলাপি টেস্টের সৌজন্যে আরও কাছাকাছি দুই বাংলা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*