ইডেনে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। পিঙ্ক বল টেস্টে ‘গোলাপি জ্বরে’ কাবু শহর কলকাতা। শহিদ মিনার থেকে হাওড়া ব্রিজ গোলাপি আলোয় মহানগর যেন মায়ানগরী হয়ে উঠেছে। ক্রিকেটের নন্দনকানন ভারত-বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট ম্যাচের সাক্ষী থাকতে ইডেনে দর্শকদের সঙ্গে সেলফি তুললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷
পিঙ্ক বল টেস্ট ঘিরে ইডেন ফিরে পুরনাে ছন্দে। ম্যাচের সাপার ব্রেকের সময় ইডেন দর্শকদের সঙ্গে সেলফি তুলে তা সোশাল মিডিয়ায় পোস্ট করেন বিসিসিআই প্রেসিডেন্ট। টুইটারে এই সেলফি পোস্ট করে সৌরভ লেখেন, “Tremendous atmosphere at Eden for the pink test”
বৃহস্পতিবার তিলোত্তমার গোলাপি আলোর ছবি টুইটারে পোস্ট করে সৌরভ লিখেছিলেন, “Welcome to pink test” শুক্রবার ম্যাচ শুরুর ঠিক আগে সৌরভের টুইট শেয়ার করে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন লেখেন, ‘সাবাশ সৌরভ! আগামী শীতেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এইরকম ম্যাচ দেখতে চাই।
ভারতের বুকে প্রথমবার অনুষ্ঠিত হল দিন-রাতের টেস্ট। ম্যাচের প্রথম দিন চাঁদের হাট বসে ক্রিকেটের নন্দনকাননে। ঐতিহাসিক টেস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন সকালেই কলকাতা বিমানবন্দরে পৌঁছন শেখ হাসিনা। তাঁকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ স্বয়ং। ইডেনে এসে দুই দলের ক্রিকেটারদের সঙ্গে পরিচয় করেন হাসিনা ৷ তারপর ইডেন বেল বাজিয়ে আনুষ্ঠানিকভাবে ম্যাচের সূচনা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনার সঙ্গেই হাজির ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঐতিহাসিক দিন-রাতের ম্যাচে গোলাপি জ্বরে কাবু কলকাতা সাক্ষী রইল কিছু অনন্য মুহূর্তেরও। এই টেস্ট উপলক্ষে ইডেনে উপস্থিত ছিলে একঝাঁক তারকারও। ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ, সদাগোপান রমেশ, সাবা করিম, সুনীল যোশী, অজিত আগরকর, ভেঙ্কটেশ প্রসাদ, কপিল দেব, দিলীপ বেঙ্গসরকর, মহম্মদ আজহারউদ্দিন, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, ফারুখ ইঞ্জিনিয়ার, চাঁদু বোর্দে।
অন্য খেলার ক্রীড়াবিদদের তালিকাও কম আকর্ষণীয় নয় পুলেল্লা গোপীচন্দ, পিভি সিন্ধু, অভিনব বিন্দ্রা, সানিয়া মির্জা, মেরি কমদেরও দেখা যায় শুক্রবারের ইডেনে। বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে ছিলেন নইমুর রহমান, মাহমুদুল হাসান, মেহারাব হোসেন, হাসিবুল হুসেন, শাহরিয়র হোসেন বিদ্যুৎ, কাজি হাবিবুল বাশার, আক্রম খানরা।
নিজের কেরিয়ারে বাইশ গজে ব্যাটে-বলে বহু চ্যালেঞ্জ সামলেছিলেন। কিন্তু মাঠের বাইরে প্রশাসক পদে এই ঐতিহাসিক টেস্টের আয়োজনই ছিল সৌরভের কাছে অন্যতম কঠিন পরীক্ষা। টুইটারে পিঙ্ক বল টেস্ট নিয়ে আপ্লুত নেটিজেনরা। শহরে প্রথম পিঙ্ক বল টেস্টের সমস্ত কৃতিত্বই ‘প্রিন্স অফ ক্যালকাটা’কে দেন নেটিজেনরা।
Be the first to comment