রাজ্যপালকে সংবিধান দিবসে আমন্ত্রণ রাজ্যের

Spread the love

আগামী ২৬ নভেম্বর সংবিধান দিবস ৷ বিধানসভায় রাজ্যপাল জগদীপ ধনকড়কে বিশেষ দিনটি পালনে আমন্ত্রণ জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য মন্ত্রীসভার অন্যান্য মন্ত্রীদেরও ৷

রাজ্য বিধানসভার পাশাপাশি রাজভবনেও পৃথকভাবে সংবিধান দিবস পালন করবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপালের পৃথকভাবে সংবিধান দিবস পালন করাকে ভালোভাবে নেয়নি রাজ্যের শাসক শিবির। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বিষয়টিকে নিয়ে রাজ্যপালকে উদ্দেশ্য করে বলেন, সংবিধান দিবস পালন করছেন ঠিক আছে, তবে সংবিধানের ব্যারিকেডের মধ্যে যেন থাকেন।

বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্যের মনোমালিন্য অব্যাহত ৷ এই বাতাবরণের মধ্যেই আজ রাজ্যপালকে আমন্ত্রণ জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ২৬ নভেম্বর সংবিধান দিবস পালনের জন্য আমন্ত্রণ জানানো হয় তাঁকে ৷

Raj Bhavan
Kolkata
No. 145-P dt. November 22, 2019
Press Release

Hon’ble Governor of West Bengal Shri Jagdeep Dhankhar, who is presently attending the 50th Conference of Governors at New Delhi received a communication from Shri Biman Banerjee, Hon’ble Speaker of West Bengal Legislative Assembly, dated 22.11.2019 to the effect that a Special Session of the West Bengal Legislative Assembly will observe the Constitution Day on 26 and 27 November, 2019. Shri Biman Banerjee has further indicated that “it is the wish of all who are associated with this institution to have the Governor during the said Session of the West Bengal Legislative Assembly and to address the same at 5.40 p.m. on 26.11.2019.

Governor Shri Dhankhar has agreed and has so conveyed to the Speaker of the WBLA that he will address the Assembly at 5.40 p.m. on 26.11.2019.

A programme to observe the Constitution Day at Raj Bhavan was fixed last month for 26.11.2019 itself and invite to that effect was extended to all concerned, including the Hon’ble Chief Minister.

The Hon’ble Chief Minister has on 22.11.2019 sent her message in this regard indicating that the Day commemorates adoption of the Indian Constitution, a significant milestone in the history of the Nation. The Constitution is the supreme law and it is the duty of every citizen of the country to abide by its letter and spirit.

In her message, the Chief Minister has further indicated that the programme needs to focus on principles of constitutionalism – primarily on the issue of upholding the federal structure of the Nation.

Governor Shri Dhankhar has already responded to the Hon’ble Chief Minister by thanking her for her Message and he hopes she would find time to attend the function at Raj Bhavan for which an invite was sent to her a month ago.

Manab Bandyopadhyay
Press Secretary to the Governor.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*