বাংলাদেশের ভরাডুবির অন্যতম কারণ ইশান্ত শর্মার পাঁচ উইকেট। টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ পেসার শুক্রবার ইডেনে ফের পাঁচ উইকেট তুলে নিলেন। দিনের শেষে ৩১ বছরের ভারতীয় পেসার ইশান্ত জানাচ্ছেন, তিনি এখন ক্রিকেট উপভোগ করছেন। বাদ পড়ার হতাশা সরিয়ে ফেলেছেন। ছোটখাটো বিষয়ে ভেঙে পড়ার বদলে উপভোগ করার মধ্যে দিয়ে সাফল্যের পথ খুঁজছেন তিনি। অভিজ্ঞতা তাঁকে পরিণত করেছে বলে মনে করেন।
ভারতীয় বোলিং লাইন আপকে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বলা হচ্ছে। আর ভারতীয় বোলিং পারফরমেন্সের সামগ্রিক উন্নতির পেছনে দলের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতাকে কৃতিত্ব দিচ্ছেন ইশান্ত। তাঁর মতে, প্রতিযোগিতা মানুষের সেরাটা বার করে আনতে সাহায্য করে ৷
ইডেনে প্রথমবার গোলাপি বলের টেস্ট ম্যাচ। বলের আচরণ ও পিচের চরিত্র নিয়ে অনেক চর্চা হয়েছে। প্রথম দিন বল করার পরে ইশান্তের মনে হয়েছে, লাল বলের তুলনায় গোলাপি বলের তফাৎ রয়েছে। প্রথম দিকে লেন্থের সমস্যায় সাফল্য আসেনি। অবস্থা বুঝে সামান্য পরিবর্তন করতেই সাফল্য। পাশাপাশি এদিন উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার প্রশংসা শোনা যায় ইশান্ত শর্মার মুখে।
Be the first to comment