মমতাকে ফের বার্তা আসাউদ্দিন ওয়াইসির

Spread the love

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নিশানা করলেন এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি। গণপিটুনিরর প্রসঙ্গ তুলে শুক্রবার মমতাকে কটাক্ষ করেন হায়দরাবাদের সাংসদ। আসাউদ্দিন বলেন, মারমুখি জনতা ও তাদের প্রতিহতকারীরা সমতুল্য নয়। তাদের সমান চোখে দেখানোর প্রচেষ্টা কারও পক্ষে ভালো হবে না। দেশজুড়ে বেড়েছে গণপিটুনির মতো অপরাধ। কোচবিহারের তুফানগঞ্জে গরু পাচারকারী সন্দেহে বৃহস্পতিবারই দু’জনকে মারধর করা হয়েছে। তারপরই তাৎপর্যপূর্ণ টুইট করেন ওয়াইসি।

এর আগে বাংলায় এআইএমআইএম-এর সংগঠন বৃদ্ধি এবং তাকে কেন্দ্র করে মমতা-ওয়াইসি বাকযুদ্ধে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। মঙ্গলবারের পর শুক্রবার ফের সরব মুসলিম সংগঠনের নেতা।

প্রসঙ্গত, সোমবার কোচবিহারে মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজনীতিতে হিন্দু চরমপন্থার মতোই সংখ্যালঘুদের মধ্যেও চরমপন্থা প্রকাশ পাচ্ছে। বিজেপির কাছে ওরা টাকা নেয়। ওই গোষ্ঠীর নেতারা উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় মিটিং করেছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে। এদের কথায় কান দেবেন না।

আর মমতার এই মন্তব্যের জবাবে মঙ্গলবার আসাউদ্দিন ওয়াইসি টুইটে জানান, এআইএমআইএম বাংলায় পোক্ত হচ্ছে। আমাকে নিশানা করে আপনি বাংলার মুসলমানদের এই বার্তাই দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় ও হতাশায় ভুগছেন। তাঁর সংযোজন, বাংলার সংখ্যালঘুদের যে উন্নয়ন হয়নি, তা উন্নয়ণ সূচকের নিরিখেই স্পষ্ট। মমতাকে ‘দিদি’ বলে সম্বোধন করে ওয়াইসির প্রশ্ন, কীভাবে বাংলায় ১৮টি আসন পেল বিজেপি?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*