উপনির্বাচনের প্রচার শেষের আগেই সরিয়ে দেওয়া হল নদিয়ার থানাপাড়া থানার OC-কে। নির্বাচন কমিশনের তরফে এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ওঠে ওই OC-র বিরুদ্ধে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এ বিষয়ে অভিযোগ জানায় বিজেপি।
অভিযোগ, করিমপুর বিধানসভা এলাকার থানাপাড়া থানার OC নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন। তিনি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর সঙ্গে তৃণমূলের হয়ে নির্বাচনী প্রচার করেছেন। আর বিষয়টিতে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে। সেই সূত্রে তাঁর অপসারণ দাবি করে বিজেপি। বিজেপির তরফে রাজ্য সম্পাদক তুষারকান্তি ঘোষ নির্বাচন কমিশনে চিঠি দেন ৷ তাতে দাবি করা হয়, থানাপাড়া থানার OC সুমিত ঘোষ সাংসদ মহুয়া মৈত্রর সঙ্গে রোজই প্রচারের বেরোচ্ছেন। এ বিষয়ে কমিশনে একটি ফোটোগ্রাফও জমা দেয় বিজেপি।
ঘটনার কেন্দ্রে সেই ছবি। বিজেপি যে ছবি কমিশনে জমা দিয়েছে, সেই ছবিতে দেখা গেছে, সাংসদ মহুয়া মৈত্রর পেছনে দাঁড়িয়ে রয়েছেন থানাপাড়া থানার OC সুমিতকুমার ঘোষ।
তবে পাল্টা তৃণমূলের দাবি, সাংসদ মহুয়া মৈত্রর ফেসবুক পেজের ওয়ালে টাইমলাইন বলছে, ছবিটি আপলোড করা হয়েছিল ১৮ অগাস্ট । সেই সূত্র ধরেই তৃণমূলের দাবি, ফেক নিউজ ছড়াচ্ছে বিজেপি। ১৮ অগাস্ট যখন মহুয়া ছবিটি পোস্ট করেন তখন নির্বাচনী আচরণবিধি লাগু হয়নি। অবশেষে নির্বাচন কমিশনের তরফে সরিয়ে দেওয়া হল OC-কে। কমিশনের এমন সিদ্ধান্তে খুশি বিজেপি। তবে এবিষয়ে এখনও মহুয়া মৈত্রর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Be the first to comment