শরদ পাওয়ারের শক্তি হ্রাস করে পদ্ম শিবিরকে তাঁর সমর্থন এনিসিপিতে ঝড় তোলে শনিবার সকালেই। কিন্তু অজিত পাওয়ারে যে সমর্থন নেই এনসিপির, তা বোঝাতেই শনিবার এনসিপির পরিষদীয় দলনেতার পদ থেকে ভাইপো অজিত পাওয়ারকে বাদ দিলেন শরদ পাওয়ার। বদলে এনসিপির নতুন পরিষদীয় দলনেতা হলেন জয়ন্ত পাটিল।মহারাষ্ট্রে অজিত পাওয়ারের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী পদে শনিবার সকালে দেবেন্দ্র ফড়ণবীশের শপথ গ্রহণের পর এদিনই সন্ধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল শিবসেনা। তাদের অভিযোগ, রাজ্যপাল দলীয় স্বার্থে কাজ করছেন।
এদিকে, মহারাষ্ট্রে সরকার গড়বে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস জোটই, অজিতকাণ্ডের পরও শনিবার দুপুরে চড়া সুরে দাবি করেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। অজিত পাওয়ারকে চ্যালেঞ্জ করে সেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেন, শিবসেনার বিধায়কদের ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। মহারাষ্ট্র ঘুমিয়ে থাকবে না।
ভাইপো অজিতের বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত মেনে নেননি বলে সকালেই জাননিয়েছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। দুপুরে শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরেকে নিয়ে যৌথ সাংবাদিক বৈঠকে অজিতের বিরুদ্ধে মুখ খোলেন শরদ পাওয়ার। বলেন, দলের মূল্যবোধের পরিপন্থী কাজ করেছেন অজিত। ওর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। আমি যতদূর খবর পেয়েছি দলের ১০ থেকে ১১ জন বিধায়ক চলে গিয়েছেন। তবে, এর মধ্যেও বেশ কয়েকজন দলের নেতাদের সঙ্গে ফের যোগাযোগের চেষ্টা করছেন। অজিত অনুগামী এনসিপি বিধায়কদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে অভিযোগ জানানো হবে বলে এদিন স্পষ্ট করেন শরদ পাওয়ার।
Be the first to comment