প্রয়াত হলেন ক্ষিতি গোস্বামী, শোকপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

প্রয়াত হলেন আরএসপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক ক্ষিতি গোস্বামী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। আজ ভোরে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।

পশ্চিমবঙ্গে বামফ্রন্ট আমলে দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন ক্ষিতি গোস্বামী ৷ অনেকদিন ধরে ভোকাল কডের সমস্যায় ভুগছিলেন ৷ বৃহস্পতিবার চেন্নাইয়ের একটি হাসপাতালে তাঁর সফল অস্ত্রোপচার হয় ৷ পরদিন চেন্নাইয়ের একটি হোটেলে তাঁকে নিয়ে আসেন স্ত্রী সুনন্দা এবং মেয়ে কস্তুরী ৷ আজ ভোরে শারীরিক সমস্যা হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷

রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আরএসপির তরফে জানানো হয়েছে, আজ দুপুরেই চেন্নাই থেকে প্রয়াত নেতার মরদেহ কলকাতায় আনা হবে। দলের রাজ্য দফতরে শ্রদ্ধা জানানোর পর তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। 

ক্ষিতি গোস্বামীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রীর মৃত্যু রাজনৈতিক জগতের এক অপূরণীয় ক্ষতি বলে শোকবার্তায় বলেন তিনি ৷ প্রয়াত বামফ্রন্ট নেতার পরিবার-পরিজন ও অনুরাগীদের সমবেদনা জানান মুখ্যমন্ত্রী ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*