দেশের কনিষ্ঠতম বিচারক হতে চলেছেন জয়পুরের মায়াঙ্ক

Spread the love

দেশের কনিষ্ঠতম বিচারক হয়ে ইতিহাস গড়তে চলেছেন মায়াঙ্ক প্রতাপ সিং ৷ জয়পুরবাসী মায়াঙ্কের বয়স ২১ বছর ৷ মায়াঙ্কের মতে একজন ভালো বিচারক হওয়ার জন্য প্রয়োজন সততা ৷ আপাতত তিনি স্বপ্নের উড়ানের পথে ৷

ছোটো থেকেই বিচারপতি হওয়ার স্বপ্ন মায়াঙ্কের ৷ সেইমতই অধ্যাবসায় চলেছে ৷ বিচারক হওয়ার জন্য কী প্রস্তুতি নিয়েছেন , এই প্রশ্নের উত্তরে মায়াঙ্ক বলেন , রাজস্থান জুডিশিয়াল সার্ভিস ২০১৮ পরীক্ষার জন্য আমি প্রস্তুতি নিয়েছি ৷ দিনে ১২ থেকে ১৩ ঘণ্টা পড়াশোনা করতাম ৷ আমি সবসময় একজন ভাল বিচারক হতে চেয়েছিলাম ৷

মায়াঙ্ক আরও বলেন, আমি ভালো ফল আশা করেছিলাম ৷ আমার মতে একজন ভালো বিচারক অবশ্যই সৎ হবেন ৷ পেশিশক্তি ও টাকার প্রলোভন যেন তাঁর উপর কোনও প্রভাব না ফেলে ৷

রাজস্থান বিশ্ববিদ্যালয়ে মায়াঙ্ক ৫ বছর আইন (LLB) নিয়ে পড়াশোনা করেন ৷ এই বছর এপ্রিলে তাঁর কোর্স শেষ হয় ৷ রাজস্থান জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা পাশ করলেন 21 বছর বয়সেই ৷ প্রথম চেষ্টাতেই সফল হন তিনি ৷ স্বপ্নের উড়ানের জন্য এখন সবরকমভাবে প্রস্তুত মায়াঙ্ক ৷ উল্লেখ্য, রাজস্থান জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার জন্য নির্ধারিত বয়স ছিল ২৩। এই বছরই তা কমিয়ে ২১ বছর করে দেয় রাজস্থান হাইকোর্ট ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*