তিন মাসে চতুর্থ খেতাব জয় লক্ষ্য সেনের

Spread the love

থ্রিলার জয়ে বাজিমাৎ। ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী ইগর কোয়েলহোকে হারিয়ে স্কটিশ ওপেন জিতলেন দেশের উদীয়মান শাটলার লক্ষ্য সেন। রবিবার মেগা ফাইনালে প্রতিদ্বন্দ্বীকে ১৮-২১, ২১-১৮, ২১-১৯ ব্যবধানে হারিয়ে নিজের নামের প্রতি সুবিচার করলেন টুর্নামেন্টে শীর্ষ বাছাই ভারতীয় শাটলার। গত সেপ্টেম্বর থেকে তিন মাসে এই নিয়ে চতুর্থ খেতাব জয় করলেন লক্ষ্য।

রবিবার গ্লাসগোতে উত্তেজক ফাইনালে ৫৬ মিনিটের লড়াইয়ে বিপক্ষকে ধরাশায়ী করলেন উত্তরাখন্ডের এই শাটলার। সারলোরাক্স ওপেন, ডাচ ওপেন এবং বেলজিয়ান ইন্টারন্যাশনালের পর স্কটিশ ওপেনে খেতাব জয় নিঃসন্দেহে লক্ষ্য’র কেরিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ। কারণ এই জয়ের ফলে বিশ্ব র‍্যাংকিংয়ে প্রথম ৪০-এ প্রবেশ করা এখন শুধু সময়ের অপেক্ষা লক্ষ্য’র। এর ফলে টপ গ্রেড ২ ইভেন্টে সরাসরি যোগ্যতা অর্জন করাও অনেক বেশি সহজ হবে তাঁর জন্য।

আইরিশ ওপেনের দ্বিতীয় রাউন্ডে বিদায়ের পর র‍্যাংকিংয়ে ৪১তম স্থানে থেকে গত সপ্তাহে স্কটিশ ওপেনে অভিযান শুরু করেছিলেন লক্ষ্য। শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন বছর আঠারোর এই ভারতীয় শাটলার। প্রথম রাউন্ডে অস্ট্রিয়ার লুকা র‍্যাবারকে হারানোর পর স্বদেশী কিরন জর্জকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেন লক্ষ্য। এরপর কোয়ার্টারে ষষ্ঠ বাছাই ব্রায়ান ইয়াং’কে এবং সেমিতে ফ্রান্সের ক্রিস্তো পোপোভকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন টিন-এজার শাটলার।

স্কটিশ ওপেন চ্যাম্পিয়ন হয়ে আনন্দ পাওয়ার, অরবিন্দ ভাট এবং পুলেল্লা গোপিচাঁদের সঙ্গে একাসনে বসলেন লক্ষ্য। এর আগে এই তিন ভারতীয় শাটলারের ঝুলিতেই ছিল স্কটিশ ওপেন জয়ের নজির। রবিবাসরীয় ফাইনালে প্রথম গেম হারের পর দ্বিতীয় রাউন্ডে দুরন্ত কামব্যাক করেন তিনি লক্ষ্য। দ্বিতীয় গেমে লক্ষ্য ৭-০ ব্যবধানে এগিয়ে গেলেও ধীরে ধীরে গেমে ফেরেন ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী। দ্বিতীয় গেমে একসময় লক্ষ্যকে পয়েন্টের নিরিখে ধরেও ফেলেন কোয়েলহো। কিন্তু সেখান থেকেই বাউন্স ব্যাক করে ২১-১৮ ব্যবধানে দ্বিতীয় গেম ছিনিয়ে নিয়ে ম্যাচে সমতায় ফেরেন লক্ষ্য।

নির্ণায়ক গেমের বিরতিতে ১১-৮ ব্যবধানে এগিয়ে যান লক্ষ্য’র প্রতিদ্বন্দ্বী। কিন্তু জয়ের লক্ষ্যে অবিচল লক্ষ্য সেন নার্ভ ধরে রেখে বাজিমাৎ করে যান উত্তেজক তৃতীয় গেমে। ২১-১৯ ব্যবধানে তৃতীয় গেম এবং সেই সঙ্গে স্কটিশ ওপেনের খেতাব ঝুলিতে ভরে নেন দেশের উদীয়মান টিন-এজ শাটলার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*