উদ্বাস্তুদের জমির অধিকার সত্ত্ব দেওয়ার ব্যাপারে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

Spread the love

এক বড়োসড়ো ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার জমিতে যে উদ্বাস্তুরা রয়েছেন তাঁদের জমির অধিকার সত্ত্ব দেওয়া হবে।

আজ তিনি বলেন , “৪৮-৫০ বছর ধরে উদ্বাস্তু শরণার্থীরা এখানে আছেন। কিন্তু তাঁরা না ঘরকা না ঘাটকা হয়ে পড়ে রয়েছেন। আমরা আগেও কেন্দ্রকে বলেছি। কিন্তু কিছুই হয়নি। উল্টে মাঝে মাঝেই উদ্বাস্তুদের উচ্ছেদের নোটিস পাঠানো হয়।” তিনি আরও জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের এরকম প্রায় ৯৭৩ একর জমি রয়েছে, যার খোঁজই কেউ রাখে না। সেখানে উদ্বাস্তুরা আছেন। সরকার সিদ্ধান্ত নিয়েছে সেখানে তাঁদের অধিকার সত্ত্ব দেবে।

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, বেসরকারি ১২০ একর জমি আছে। সেখানেও উদ্বাস্তুরা আছেন। সেই জমির অধিকার সত্ত্বও তাঁদের দেওয়া হবে। এই সিদ্ধান্তের ফলে ১১ হাজার ৯৮৬টি পরিবার অধিকার সত্ত্ব পাবে বলেও জানিয়েছেন। এদিন তিনি আরও বলেন , “১২ বছর এক জায়গায় থাকলেই একটা অধিকার জন্মায়। আর এই মানুষগুলি তো সেই ১৯৭১ সাল থেকে আছেন। ৪৮-৫০ বছর হয়ে গেল। “এত বছর ধরে তাঁরা বাংলায় আছেন। কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, তাঁদের ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে, ভোট দেন তাঁরা কিন্তু তাঁদের অধিকার দেওয়ার কথা কেউ ভাবেনি! আমরা সেটা দিচ্ছি।”

দেখুন!

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/1195796100621393/?app=fbl

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*