সোমবার করিমপুর, খড়্গপুর সদর ও কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন হয়েছে। তার পরই রাজ্য বিজেপি নেতা মুকুল রায় চলে যান দিল্লিতে। মঙ্গলবার দুপুরে দেখা গেল, সংসদের অলিন্দে হঠাৎই মুখোমুখি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও মুকুল রায়। আর দেখা হওয়া মাত্রই মুকুলবাবুকে অমিত শাহ প্রশ্ন করেন, “কটা আসনে জিতবেন? আঙুল দেখিয়ে মুকুল রায় আত্মবিশ্বাসের সঙ্গেই বলেন, তিনটি আসনেই জিতব”।
অমিত শাহ তাঁকে পাল্টা প্রশ্ন করেন, তিনটি আসনেই জিতব? শুনে আত্মবিশ্বাসের সঙ্গে হিসাব দিতে শুরু করেন মুকুলবাবু। তিনি বলেন, আপনাকে আগেই বলেছিলাম তিনটি আসনে জেতার মতোই পরিস্থিতি রয়েছে। একটু পরিশ্রম করার দরকার ছিল শুধু। কাল ভোটের পর হিসাব করে দেখেছি তিনটিতেই বিজেপি জিতছে।
তবে গতকাল ভোট গ্রহণ পর্ব মিটে যাওয়ার পর মুকুলবাবু ঘরোয়া আলোচনা দলের নেতাদের বলেন, কালিয়াগগঞ্জে পঞ্চাশ হাজার ব্যবধানে জেতা উচিত বিজেপির। করিমপুরে দলের প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে তৃণমূল যতই হেনস্তা করুক সেখানে দশ-বারো হাজার ভোটের ব্যবধানে জয়ের সম্ভবনা রয়েছে গেরুয়া শিবিরের। অন্যদিকে খড়্গপুরে লোকসভা ভোটের তুলনায় জয়ের ব্যবধান কমে যাবে। তবে বিজেপি-ই শেষমেশ জিততে চলেছে।
Be the first to comment