উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হচ্ছেন মহারাষ্ট্রের ৷ পাঁচ বছরের জন্য তিনি এই পদে থাকবেন ৷ কোনও শর্ত চাপানো হবে না ৷ এমনকি মুখ্যমন্ত্রিত্ব ভাগেরও কোনও প্রশ্ন নেই ৷ আজ অজিত পাওয়ারের পদত্যাগের পরই এই ঘোষণা শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের ৷
খুব সম্ভবত আগামীকালই মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতে পারে উদ্ধবের । কংগ্রেস এবং NCP থেকে দু’জন উপ-মুখ্যমন্ত্রী হতে চলেছেন । সেক্ষেত্রে আগামীকাল তিনজনই শপথ নিতে পারেন বলে খবর । আজ রাতেই জোটের বিধায়করা মিলিত হবেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে । সেখানেই আগামীদিনের রণকৌশল ঠিক হবে বলে সূত্রের খবর । প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রিত্বের বিষয়টি নিয়ে আলোচনা হলেও আজ রাতে কিংবা কাল সকালের মধ্যে অন্যান্য দপ্তর বণ্টন করা হয়ে যাবে বলে খবর ।
সবকিছু ঠিকঠাক থাকলে এই প্রথম কেউ ঠাকরে পরিবার থেকে মুখ্যমন্ত্রী হতে চলেছেন । স্বপ্ন দেখেছিলেন বালাসাহেব ঠাকরে । জল্পনা উসকে দিয়েছিলেন নাতি আদিত্য । চূড়ান্ত রূপ দিতে চলেছেন ছেলে উদ্ধব ঠাকরে ।
Be the first to comment