কার্টোস্যাট-৩ সহ ১৪টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে PSLV-C ৪৭

Spread the love

নতুন পালক ইসরোর মুকুটে ৷ অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উৎক্ষেপণ হল PSLV-C ৪৭ ৷ ১৪টি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিল রকেটটি ৷ তার মধ্যে ১টি ভারতের ও ১৩টি অ্যামেরিকার ৷

কার্টোস্যাট-৩ উপগ্রহটি পৃথিবীর হাই রেজ়োলিউশনের ছবি তুলতে পারবে ৷ ISRO সূত্রে খবর , পৃথিবী থেকে ৫০৯ কিলোমিটার দূরত্বে কক্ষপথে এটি অবস্থান করবে ৷ এটি ৫ বছর সক্রিয় থাকবে ৷

পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের (PSLV) ‘XL’ কনফিগারেশনের এটি ২১তম উৎক্ষেপণ ছিল ৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে এটি ৭৪তম উৎক্ষেপণ বলে ISRO সূত্রে খবর ৷

কার্টোস্যাট-৩-এর ওজন ১৬০০ কেজিরও বেশি ৷ বড় নগরায়ন প্রকল্প , গ্রামীণ সম্পদ ও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সাহায্য করবে এই কৃত্রিম উপগ্রহটি ৷ এছাড়াও সমুদ্রের গতিপ্রকৃতির উপর নজর রাখতে পারবে এই কৃত্রিম উপগ্রহটি ৷

ISRO-র এই উদ্যোগকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটে তিনি লেখেন , “সফল উৎক্ষেপণের জন্য ISRO-কে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই ৷”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*