লোকসভায় পাশ ই-সিগারেট নিষেধাজ্ঞা বিল

Spread the love

পাশ হল ই-সিগারেট নিষেধাজ্ঞা বিল । সেপ্টেম্বরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণের পর আজ বিলটি পাশ হয় । এই সিগারেট সেবনে শরীরে মারাত্মক ক্ষতি হচ্ছিল বলে সেপ্টেম্বরে এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন আজ সংসদে ‘ইলেক্ট্রনিক সিগারেটের নিষিদ্ধকরণ (উৎপাদন, আমদানি, রফতানি, পরিবহণ, বিক্রয়, বিতরণ, সঞ্চয়স্থান এবং বিজ্ঞাপন) বিল, ২০১৯’ পেশ করেন। এ প্রসঙ্গে গত ১৮ সেপ্টেম্বরের অধ্যাদেশের কথা জানানো হয়।

তামাক সেবন থেকে মুক্ত হতে বাজারে এসেছিল ই-সিগারেট। তামাক নেই অথচ কিছু বৈদ্যুতিন সরঞ্জামের ব্যবহারে ধূমপানের মতো অনুভূতি পাওয়া যাচ্ছিল। যাতে আসক্ত হয়ে পড়ছিল তরুণ প্রজন্ম।

পরীক্ষা করে জানা যায় এতে শরীরে আরও বেশি ক্ষতি হচ্ছিল। সিগারেটের মতো দেখতে এই যন্ত্রের তরল নিকোটিন ব্যাটারির মাধ্যমে গরম হয়ে বাষ্পে পরিণত হয়, যা টেনে নেয় ধূমপায়ী ৷ সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারের ঘোষণার সঙ্গে সঙ্গে ই-সিগারেটের উ‌ৎপাদন, আমদানি, বিক্রি, ব্যবহার, বিতরণ সব কিছুই নিষিদ্ধ হয় । এমনকি, বাড়িতে বা নিজের কাছে কেউ ই-সিগারেট রাখতেও পারবেন না বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*