কালিয়াগঞ্জ ও খড়্গপুর সদর বিধানসভা উপনির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি ৷ করিমপুর সদর কেন্দ্রেও পিছিয়ে রয়েছে তারা ৷ নির্বাচনের ফলাফল নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, এরকম ফলাফলের কারণ তাঁরা পর্যালোচনা করবেন ৷
দিলীপ ঘোষ বলেন, কী কারণে এমন ফলাফল তা এখনই বুঝতে পারছি না ৷ পর্যালোচনা দরকার ৷ তবে ফলাফল খারাপ হয়েছে এটা ঘটনা ৷ আমাদের সংগঠন চাঙ্গা রয়েছে ৷ সেভাবেই সংগঠনকে প্রস্তুত করেছি ৷ এখন আমাদের পার্টির নির্বাচন প্রক্রিয়া চলছে ৷ অনেক নতুন নতুন মুখ আসবে ৷ নতুন উৎসাহে তাঁরা কাজ করবেন ৷
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্র বিজেপির দখলে রয়েছে ৷ এই লোকসভার অন্তর্গত কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর হার নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ওখানে আমাদের সংগঠন ভালো ৷ ওখানে পঞ্চায়েতও আমাদের দখলে রয়েছে ৷ এত ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী কীভাবে পিছিয়ে গেল তা পর্যালোচনা করা হবে ৷
Be the first to comment