যোগ্য ব্যক্তিকে বিজেপিতে আনুন, বিস্ফোরক অনুপম হাজরা

Spread the love

রাজ্যে উপনির্বাচনের ফল বেরোতেই দলের অন্দরে ‘নতুন-পুরনো’ ভেদ-বিভেদকে উস্কে দিলেন বিজেপির অধ্যাপক-নেতা অনুপম হাজরা। বিজেপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে প্রকাশ্যে ক্ষোভ জানালেন তিনি ৷ দলীয় নেতৃত্বকে অনুপমের উপদেশ, যোগ্য ব্যক্তিকে যোগ্য পদে বসান ৷

বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ অনুপম হাজরা ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাসে লিখেছেন, “উপনির্বাচনের ফলাফল সংকেত দিচ্ছে, ‘নতুন-পুরনো’ সবাইকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা উচিত এব পক্ষপাতিত্ব না করে, প্রতি মণ্ডলে যোগ্যতম ব্যাক্তিকে যোগ্য মর্যাদা দিয়ে দায়িত্বে আসীন করা উচিত ৷”

তবে এই প্রথম যে তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন এমন নয়৷ তৃণমূলে থাকার সময়ই দলের বিরুদ্ধে নানান মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন অনুপম ৷ দলে অযোগ্য মানুষদের জড়ানোর ক্ষেত্রে এর আগেও মুখ খুলেছিলেন বোলপুরের প্রাক্তন তৃণমূল নেতা অনুপম হাজরা। টলিঊডের সঙ্গে তাঁর যোগাযোগের ছবি নজর কেড়েছে রাজনৈতিক পর্যবেক্ষক থেকে নেটিজেনদের।

তবে এবার বিজেপি ভেতরের সমীকরণকে তুলে ধরেছেন এই নেতা। উপনির্বাচনে পশ্চিমবঙ্গে তিন আসনে বিজেপিকে হারিয়েছে তৃণমূল। দলের অতি আত্মবিশ্বাসকেও পরোক্ষভাবে আঘাত করলেন প্রাক্তন সাংসদ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*