ফের বন্ধ হচ্ছে উলটোডাঙা উড়ালপুল। আগামী পয়লা ডিসেম্বর বন্ধ থাকবে ওই উড়ালপুল ৷ সেতুর স্বাস্থ্যপরীক্ষার জন্য এই সিদ্ধান্ত বলে KMDA সূত্রে খবর। বিষয়টিকে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। ফলে পয়লা ডিসেম্বর সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত বন্ধ থাকবে সেতু।
উলটোডাঙা উড়ালপুল বন্ধ থাকবে ৷ সেকারণে গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। EM বাইপাসের দিক থেকে যে গাড়িগুলো লেকটাউনে দিকে যায় সেগুলি CID রোড হাডকো দুর্গাপুর ব্রিজ হয়ে লেকটাউনে পাঠানো হবে। লেকটাউন থেকে হাডকো হয়ে বাইপাসে যাওয়ার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে বলা হয়েছে।
এর আগে চলতি বছরের ৯ জুলাই থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল উলটোডাঙা উড়ালপুল ৷ সেসময় সেখানে ফাটল দেখা গেছিল ৷ KMDA-র তরফে জানানো হয়েছিল, স্বাস্থ্য পরীক্ষার জন্য সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত ৷ কয়েকদিন বন্ধ রাখার পর তা খুলে দেওয়া হয় ৷
Be the first to comment