এই জয় গণতন্ত্রের জয়, সাধারন মানুষের জয়ঃ মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

ভিডিও সৌজন্যে- (কলকাতা টিভির ফেসবুক পেজ)

‘বিজেপির ঔদ্ধত্যের রাজনীতি প্রত্যাখ্যাত,এই জয় মানুষের জয়। এই জয় বাংলার জয়, বাংলার মানুষ বুদ্ধিমান,মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।’ রাজ্যের তিনটি বিধানসভার উপনির্বাচনে দুটি কেন্দ্র কালিয়াগঞ্জ ও খড়গপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয়ের খবর শুনে প্রাথমিক প্রতিক্রিয়ায় একথাই ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আরও বলেন, ‘বিজেপির এতো অহঙ্কার ও ঔদ্ধত্য ভাল নয়। ঘর বাড়ি, দোকান জমি সব আছে। বহুদিন ধরে বসবাস করছেন বাংলায়, তবুও বিজেপি যখন তখন বলছে তাঁদের তাড়িয়ে দেবে। বিরোধী দলগুলো বিজেপি’র দরজায় না গিয়ে স্বাবলম্বী হন। খড়গপুর ,কালিয়াগঞ্জে কখনও জয়লাভ করিনি। সব সম্প্রদায়ের মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন। আরও বেশি দায়িত্ব বেড়ে গেল। আরও কাজ করতে হবে।’

মমতা জানান, বাংলাকে আর ভাঙতে দেব না। এনআরসি নিয়ে ভয় দেখানো হচ্ছে। যার জবাব বাংলার মানুষ বিজেপিকে দিয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপির চোখ রাঙানি বাংলার মানুষ মেনে নেবে না। তবে যতদিন আমি আছি বাংলায় এনআরসি করতে দেব না বলে মন্তব্য রাজ্যের প্রশাসনিক প্রধানের।

এবারের উপনির্বাচনের ফলাফলে সবচেয়ে বড় চমক দিয়েছে কালিয়াগঞ্জ কেন্দ্র। এই কেন্দ্রে ২৩০৪ ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ। যদিও বৃহস্পতিবার গণনার শুরু হতেই এই কেন্দ্রে প্রথম থেকেই এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা পাল্টাতে শুরু করে। দশম রাউন্ডের ব্যবধান কমতে কমতে শেষ পর্যন্ত সপ্তম রাউন্ডে এসে বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী। তার পর বাকি তিনটি রাউন্ডে সেই ব্যবধান আর টপকাতে পারেনি। মাত্র ছ’মাস আগে লোকসভা ভোটের নিরিখে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী এগিয়ে ছিলেন ৫৬,৭৬২ ভোটে। সেখান থেকে এই ব্যবধান কমিয়ে ফের তৃণমূল প্রার্থীর জয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

অন্যদিকে, খড়গপুর সদর কেন্দ্রের উপনির্বাচনেও ৬ মাসের মধ্যেই পাল্টে গেল রাজনৈতিক চিত্র। যদিও এই কেন্দ্রে গণনার শুরুতে অন্য চমক দেখা যায়। প্রথম রাউন্ডের গণনার শেষে এগিয়ে ছিলেন বাম-কংগ্রেস জোট প্রার্থী। যদিও পরের রাউন্ডেই এগিয়ে যান বিজেপি প্রার্থী। কিন্তু এখানেও বেলা বাড়তেই ছবিটা বদলাতে থাকে। পরে আস্তে আস্তে ব্যবধান কমিয়ে পঞ্চম রাউন্ডেই বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে যান তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। সর্বশেষ লোকসভা ভোটের নিরিখে খড়গপুর সদর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এগিয়ে ছিলেন ৪৫,১৩২ ভোটে। আবার ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ এই কেন্দ্র থেকে জয়ী হন ৬৩০৯টি ভোটে।

অন্যদিকে, খড়গপুর সদর কেন্দ্রের উপনির্বাচনেও ৬ মাসের মধ্যেই পাল্টে গেল রাজনৈতিক চিত্র। যদিও এই কেন্দ্রে গণনার শুরুতে অন্য চমক দেখা যায়। প্রথম রাউন্ডের গণনার শেষে এগিয়ে ছিলেন বাম-কংগ্রেস জোট প্রার্থী। যদিও পরের রাউন্ডেই এগিয়ে যান বিজেপি প্রার্থী। কিন্তু এখানেও বেলা বাড়তেই ছবিটা বদলাতে থাকে। পরে আস্তে আস্তে ব্যবধান কমিয়ে পঞ্চম রাউন্ডেই বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে যান তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। সর্বশেষ লোকসভা ভোটের নিরীখে খড়গপুর সদর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এগিয়ে ছিলেন ৪৫,১৩২ ভোটে। আবার ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ এই কেন্দ্র থেকে জয়ী হন ৬৩০৯টি ভোটে।

এদিন নবান্ন থেকে বেরোনর সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হন মমতা।

কী বললেন তিনি?

শুনুন-

https://www.facebook.com/koltvnews/videos/546903659423918/?t=6

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*