ভারতের সবচয়ে বড় বিমানবন্দর তৈরি হচ্ছে নয়ডায়

Spread the love

নয়ডায় জেওয়ার বিমানবন্দর তৈরির বরাত পেলো জুরিখ এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল AG ৷ এই বিষয়ে প্রশাসনের এক আধিকারিক জানান, টেন্ডারে আদানি গ্রুপ, DIAL (দিল্লি ইন্টারন্যাশনাল এয়াপোর্ট)- এবং অ্যাঙ্কোরেজ ইনফাস্ট্রাকচার ইনভেস্টমেন্টসকে পিছনে ফেলে এয়ারপোর্ট উন্নয়নের বরাত পেয়েছে এই সুইস কম্পানি ৷

জেওয়ার এয়ারপোর্ট বা নয়ডা ইন্টারন্যাশনাল গ্রিনফিল্ড এয়ারপোর্ট ৫০০০ হেক্টর জমির উপর তৈরি হবে ৷ এই এয়ারপোর্ট তৈরিতে খরচ হবে ২৯,৫৬০ কোটি টাকা বলে জানান প্রজেক্ট নোডাল অফিসার শৈলেন্দ্র ভাটিয়া ৷ তিনি আরও বলেন, “জুরিখ এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল AG জেওয়ার এয়ারপোর্ট তৈরির দরপত্রে কোটেশন দেওয়ার ক্ষেত্রে অন্য সব সংস্থাকে পিছনে ফেলে দিয়েছে ৷ “

সংস্থার প্রজেক্ট মনিটারিং ও ইমপ্লিমিনটেশন কমিটি কাজ শুরুর আগে আগামী সোমবার উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে ছাড়পত্রের জন্য আবেদন করবে ৷ নতুন এয়ারপোর্টটি সম্পূর্ণভাবে তৈরির পর সেখানে ছয় থেকে আটটি রানওয়ে থাকবে ৷ প্রথম পর্যায়ে এয়ারপোর্টটি ১৩৩৪ হেক্টর জমির উপর তৈরি হবে ৷ ২০২৩-এর মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার কথা। এজন্য খরচ হবে ৪৫৮৮ কোটি টাকা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*