গণধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ মিছিল তেলেঙ্গানায়

Spread the love

পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে সরব হল তেলেঙ্গানা ৷ শনিবার সকালে শামশাবাদে অপরাধীদের ফাঁসি চেয়ে প্রতিবাদ মিছিল করে বহু মানুষ ৷ অপরাধীদের প্রকাশ্যে ফাঁসির দাবি তোলা হয় মিছিল থেকে ৷ এর আগে শেষবার তেলেঙ্গানা রাজ্যের দাবিতে আন্দোলনের পক্ষে এত বড় মিছিলের সাক্ষী ছিল রাজ্য ৷

মিছিলে প্রতিবাদীদের মধ্যে অধিকাংশই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ৷ তাঁরা এই ঘটনায় অপরাধীদের ফাঁসি চেয়ে সরব হন। বিভিন্ন সংস্থার তরফেও অনেকে এই প্রতিবাদ মিছিলে যোগ দেন ৷ তাঁরা দাবি করেন, অপরাধীদের তাঁদের হাতে তুলে দেওয়া হোক। মিছিলে অংশগ্রহণকারীরা শাদনগর থানা ঘেরাও করার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয় ৷ ওই এলাকায় যানজট সামলাতে অনেক গাড়ির রুট বদলে দেয় পুলিশ ৷

তেলেঙ্গানার ঘটনার প্রতিবাদে সরব হয়েছে দিল্লিও ৷ আজ সকালে অনু দুবে নামে এক যুবতি অপরাধীদের বিচার চেয়ে সংসদের সামনে একা অবস্থান বিক্ষোভ করেন ৷ ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাঁকে আটক করে ৷ এরপর দিল্লি কমিশন ফর উওমেন-এর চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল সেখানে গিয়ে অনুর প্রতিবাদকে সমর্থন জানান ৷ এরপর আরও কয়েকজন সেখানে অবস্থানে বসেন।

এদিকে, ন্যাশনাল কমিশন ফর উওমেন -এর এক প্রতিনিধি দল তেলাঙ্গানায় নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে আজ দেখা করেন ৷

প্রসঙ্গত, বুধবার নিখোঁজ হয়েছিলেন হায়দরাবাদবাসী সাতাশ বছরের এক যুবতি পশু চিকিৎসক ৷ শাদনগর থেকে ৩০ কিলোমিটার দূরে একটি আন্ডারপাসের ভিতর থেকে বৃহস্পতিবার সকালে তাঁর দগ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ গণধর্ষণের পর খুন করা হয় তাঁকে ৷ তারপর কেরোসিন ঢেলে দেহ পুড়িয়ে দেয় অভিযুক্তরা ৷ সেই ঘটনায় মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ আজ অভিযুক্তদের শাদনগর আদালতে তোলা হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*